কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ীর কোরমান ও গণির বাড়ীতে গেলেন খৈয়ম
- Update Time : ১১:১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ২৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাজবাড়ীর, কোরমান শেখ ও আব্দুল গণির কবর জিয়ারত ও তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
রোববার (১৮ আগষ্ট) দুপুরে কালুখালী উপজেলার পূর্ব রতনদিয়া গ্রামের মৃত মেহের শেখের ছেলে নিহত কোরমান শেখ ও বিকেলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে নিহত আব্দুল গণির বাড়িতে যান।এসময় নিহতদের পরিবারের স্বজনদের সমবেদনা জানান এবং সকলের কবর জিয়ারত করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, স্থানীয় নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দেরা। এছাড়াও এ আন্দোলনে আহত সদর উপজেলার নিমতলা এলাকার কলেজ ছাত্রী সোহানা আক্তারের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এসময় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজবাড়ীর ৩ জন শহীদ সাগর, কোরমান ও আব্দুল গণির পরিবারের স্বজনদের সমবেদনা ও তাদের কবর জিয়ারত করা হয়েছে। আমাদের এই ৩জনসহ অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদ লড়াইয়ে তাদের এ আত্মত্যাগ দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে গত ২০ জুলাই দুপুর ১২ টার দিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ক্ষুদ্র ব্যবসায়ী কোরমান শেখ। ওইদিন রাত ১১ টার দিকে নিজ গ্রামে কোরমান শেখের মরদেহ দাফন করা হয়। গত ১৯ জুলাই সকালে রাজধানীর শাহজাদুর বাঁশতলা এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে ২১ জুলাই বিকেলে নিজ গ্রামে আব্দুল গণির মরদেহ দাফন করা হয়। সে গুলশান সিক্সসিজন নামক আবাসিক হোটেলে কারিগরি বিভাগে কাজ করতেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়