২ লাখ টাকা চাঁদার দাবীতে মারপিট: কালুখালীর সন্ত্রাসী আরিফ ও তার সহযোগি গ্রেপ্তার

- Update Time : ০৯:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ২০০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দুই লাখ টাকা চাঁদার দাবীতে বেকু চালক ও তার হেলপারকে মারপিটের ঘটনায় রাজবাড়ীর কালুখালী উপজেলা এলাকার সন্ত্রাসী আরিফ মিয়া ও তার সহযোগি শেখ লিখনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আরিফ জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে এবং লিখন একই গ্রামের শেখ ওমর আলীর ছেলে।
এ ঘটনায় কালুখালী থানায় দায়েরকৃত মামলার বাদী হয়েছেন, কালুখালীর মাঠকালুখালী গ্রামের ইউসুফ আলী খানের ছেলে আব্দুস সালাম খান। বাদী জানিয়েছেন, তিনি বেকু দিয়ে তার বাড়ীর পেছনের পুকুর খননের কাজ শুরু করেছেন। গত বুধবার দুপুরে আসামি আরিফ ও লিখন সেখানে যায় এবং মাটি কাটার কাজ বন্ধ করে দেয়। একই সাথে দুই লাখ টাকা চাঁদা দাবীও করে। তারা চাঁদা দিতে অস্বীকার করায় বেকু চালক রহিম শেখ ও হেলপার বিপুল শেখকে বেধরক মারপিট করে। একই সাথে তারা বলে চাঁদা না দেয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। আর তা না হলে বেকু আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায়।
এ মামলার তদন্তকারীকারী কর্মকর্তা ও কালুখালী থানার এসআই মোঃ শহিদুল্লাহ জানিয়েছেন, ওই মামলার প্রেক্ষিতে আসামি আরিফ ও লিখনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আরিফ একজন সন্ত্রাসী। মাত্র কিছু দিন পূর্বে মাসসহ গ্রেপ্তার হবার ঘটনায় কারাদন্ড ভোগ করে এলাকায় ফিরে আসে এবং এসেই ফের তার অপকর্ম শুরু করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়