ঢাকাMonday , 13 March 2023

কালুখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮ বসত ঘর

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৮ টি বসত ঘর ভষ্মিভূত হয়ছে।


সোমবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় গোলাম সরয়ারের পুরাতন বাড়িতে আগুনে পুরে ভষ্মিভুত হয় বসত ঘর গুলো। তিনি জানান, সেখানে ৮ /১০ টি পরিবার বসবাস করত। ১৮ টি আধা পাকা,কাচা টিনশেডের ঘর গুলো পুরে যায়। এতে ৫০ লক্ষাধিক টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানান গোলাম সরয়ার। আগুন লাগার আধা ঘন্টা পর কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা ফায়ার সার্ভির ঘটনা স্থলে গীয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুন নিয়ন্ত্রনে আনা হলেও অধিক সময় আগুনে পুরতে থাকায় সব কিছুই পুড়ে ধ্বংস হয়ে গেছে। এর আগে স্থানীয় আশপাশের মানুষ ও বাড়ির মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে রান্না ঘরের চুলার আগুন বা ফেলে রাখা চুলার ছাই থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান বাড়ির মানুষ।আগুনে যাদের ক্ষয় ক্ষতি হয়েছে তারা অসহয় ও দরিদ্র পরিবারের মানুষ।


এ বাড়িতে বসবাস করতেন হাচেন মন্ডল,খবির মন্ডল,বোনাউল্লা মন্ডল,কুদ্দুস মন্ডল সহ ৮ /১০ টি পরিবার।আগুনে পুরে সব শেষ হওয়ায় এখন মাথা গোজার স্থানটুকু অবশিষ্ট নেই।

(Visited 130 times, 1 visits today)