দৌলতদিয়ার দূর্গম চর কুশাহাটায় ৬শ গাছের চারা বিতরণ
- Update Time : ১০:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ২১০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার দূর্গম চর কুশাহাটায় ১৪০টি পরিবারের মাঝে ৬শ ফলজ, বনজ ও ঔষুধি গুণ সম্পন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্দ্যোগে কুশাহাটা স্কুল প্রাঙ্গনে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় ওই চরের প্রতিটি পরিবারকে আম, পেয়ারা, লেবু ও আমলকি সহ ৪টি করে এবং ওই এলাকার একটি স্কুল ও মসজিদেও গাছের চারা দেওয়া হয়।
বিতরণে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর মেজবাহ উল করিম রিন্টু পরিষদের সভাপতি আজিজা খানম, সহ-সভাপতি কমল কান্তি সরকার, মঞ্জুরুল করিম , মোহাম্মদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারন সস্পাদক ফারুক উদ্দিন, আহসান হাবীব, জাহেদুর রহমান সাফি, কোষাধ্যক্ষ পাপুল আলী, সদস্য রুকসানা নীলা, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, রুবেলুর রহমান প্রমূখ।
এরআগে বিকালে রাজবাড়ী শহরের সোনাকান্দর মৌলভীঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে পদ্মা নদী পারি দিয়ে এই গাছের চারা নেওয়া হয় কুশাহাটা চরে।
জানাগেছে, মেজবাহ উল করিম রিন্টু একজন সাদা মনের মানুষ ছিলেন। সব সময় তিনি অসহায় মানুষ ও পরিবেশ নিয়ে কাজ করতেন। সেই ধারাবাহিকতা রক্ষায় দৌলতদিয়ার দূর্গম চর কুশাহাটায় রিন্টু স্মৃতি পরিষদ বৃক্ষরোপণ কর্মসূচি হিসাবে এই গাছের চারা বিতরণ করেছে। ভবিষৎতে নানা কর্মকান্ডের মধ্যে দিয়ে এ ধারা অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়