রাজবাড়ীতে মেলার মাঠে দুই জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১, ৫ জনের বিরুদ্ধে মামলা
- Update Time : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ২০৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর এলাকায় চলমান বিজয় মেলার মাঠে দুই জনকে কুপিয়ে জখম করা হয়েছে। ওই ঘটনায় রাজবাড়ী থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
মামলার আসামিরা হলো, জেলা শহরের দক্ষিণ ভবানীপুরের কাহারপাড়ার মোঃ পান্নুর ছেলে মোঃ আমিরুল, মোঃ তারিকুল ও শরিফুল, সবুজের ছেলে রিয়াজ ও অনিকসহ অজ্ঞাত নামা আরো ৪/৫জন।
মামলার বাদী ও জেলা শহরের শ্রীপুর গ্রামের মৃত খলিল মোল্লার ছেলে ফরিদ মোল্লা জানিয়েছেন, তিনি ওই মেলার মাঠের গেটের পাশে অস্থায়ী ভাবে মোটরসাইকেল ও বাইসাইকেল পাকিং গ্যারেজ নির্মাণ করে তা পরিচালনা করে আসছেন। গত শুক্রবার রাত ৮টার দিকে সেখানে ৪/৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ওই গ্যারেজে আসে এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। তিনি গালাগাল না করার জন্য বললে আগতরা ধারালো ছুড়ি দিয়ে তাকে আঘাত করে। এতে তার বাম হাতের কবজিতে লেগে রক্তাক্ত জখম হন। সে সময় হামলাকারীরা তার গ্যারেজের ক্যাশবাক্স থেকে ২৫ হাজার টাকা নিয়ে চলে যায়।
অপরদিকে, একই সময় মেলার মাঠের মধ্যে জেলা শহরের দক্ষিণ ভবানীপুরের কাহারপাড়ার পত্রিকা বিক্রেতা হাসেম শেখের ছেলে কাশেম শেখের মাথায় জখম করা হয়েছে।
স্থানীয়রা আহত দুই জনকেই উদ্ধার রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদত হোসেন বলেন, ওই ঘটনায় দায়েরকৃত আমিরুল নামে একজনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়