মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ
- Update Time : ০৮:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ৩৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাধ্যমিক শিক্ষাকে জাতীয় করণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসুচি পালন করে শিক্ষকরা। এ কর্মসুচিতে রাজবাড়ী ৫ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিরা অংশ গ্রহণ করে। বিক্ষোভ কর্মসুচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, আব্দুর রউফ হিটু, মনির আজম চুন্নু, সাইফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের শিক্ষক নেতারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতার আকাশ পাতাল ব্যবধান৷ কিন্তু আমরা শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাই একই। একই দেশে এই বৈষম্য আমরা কতকাল মেনে নেব। দ্রুত দেশের মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করে শিক্ষকদের এই বৈষম্য দুর করা হোক। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহার কাছে স্বারকলিপি প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়