ছাত্রলীগ পরিচয় দিয়ে প্রতারনা, পাংশা সরকারী কলেজে কান ধরে উঠ-বস করা ভিডিও ভাইরাল
- Update Time : ০৮:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
কলেজে ভর্তির কথা বলে শিক্ষার্থীদের সাথে প্রতারনা করার অভিযোগ রাজবাড়ীর পাংশা সরকারী কলেজ ক্যাম্পাসে প্রতারক কথিত ছাত্রলীগ সদস্য শেখ সুজন নামে এক শিক্ষার্থীর কান ধরে উঠ-বস করা একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
রোববার দুপুরে ৩ মিনিট ২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পাংশা সরকারী কলেজ ক্যাম্পাসে বেশ কিছু শিক্ষার্থীদের সামনে ব্লেজার পরিহিত একটি ছেলে কান ধরে উঠ-বস করছে এবং অপরদিক থেকে কেউ একজন উঠ-বস করা গুনছে। পড়ে বেশ কয়েক জন অভিযোগ করে বলছে শেখ সুজন তাদের থেকে ভর্তির কথা বলে ৩ থেকে ৫ হাজার করে টাকা নিয়ে ভর্তি করে নাই। ফলে তাদের এক বছর করে লোকসান হয়েছে। এই প্রতারকের তারা দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।
ভিডিওতে ওই ছেলেকে কান ধরে বলতে দেখাযায়, সে আর কারও সাথে প্রতারনা করবে না। সবাই যেন তাকে ক্ষমা করে দেয়। তাছাড়া সে ছাত্রলীগের কেউ না, শুধুমাত্র পাংশা কলেজের সাধারন একজন ছাত্র। পড়ে ২০ বার কান ধরে উঠ-বস করে আবারও ক্ষমা চায় ওই ছেলেকে। শেখ সুজন পাংশা হাবাসপুরের কাচারীপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে এবং সে পাংশা সরকারী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ।
পাংশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈমুর রহমান সোহাগ জানান, শেখ সুজন ছাত্রলীগের কেউ না। সে গত কয়েক বছর ধরে এভাবে প্রতারনা করে আসছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়