গ্রেপ্তার রক্তকন্যা স্মৃতি ইসলাম ৪ মাস পর রাজবাড়ীর কারাগার থেকে হলো মুক্ত

- Update Time : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় কারাগার থেকে উচ্চ আদালতের দেয়া জামিনে মুক্তি পেয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা, রাজবাড়ীর মহিলা দলের সদস্য ও রক্তকন্যা বলে পরিচিত সোনিয়া আক্তার স্মৃতি। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজবাড়ী জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে আসে।
ফেইসবুকে স্মৃতির করা এক মন্তব্যের পর রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে গত বছরের ৪ অক্টোবর মামলাটি করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী।
এরপর গত বছরের ৫ অক্টোবর রাতে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার বেড়াডাঙ্গা ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে স্মৃতিকে গ্রেপ্তার করা হয়। স্মৃতির স্বামী রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা মোঃ খোকন একজন প্রবাসী।
গত ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সোনিয়া আক্তার স্মৃতির ছয় মাসের জামিনের আদেশ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়