প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুট, রাজবাড়ীতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার
- Update Time : ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ৪৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রতারক চক্রের খপ্পরে পরে একের পর এক খোয়া যাচ্ছে নারীদের স্বর্ণালংকারসহ নগদ টাকা। প্রকাশ্য বেশ কয়েকটি ঘটনা সাম্প্রতিক সময় ঘটেছে জেলা হয়েছে। হয়েছে রাজবাড়ী থানায় একাধিক মামলাও। যার প্রেক্ষিতে ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ সদস্যরা। যে প্রচেষ্টার অংশ হিসেবে কিছু মালামাল উদ্ধার করা পাশাপাশি চক্রের দুই জন সদস্যকে গ্রেপ্তার করেছে।
ওই গ্রেপ্তারের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিং-এ ওই সব তথ্য জানিয়েছেন। সে সময় রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেনসহ জেলা পুলিশ অন্যান্যক সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালীর দক্ষিণ শুল্যকিয়ার মোঃ রুহুল আমিন মোল্লার ছেলে মাসুদ (৩২) ও শরীয়তপুর সখিপুরের চরবাঘা ভূইয়াকান্দির আবুল সরদারের ছেলে শাহাদাৎ সরদার (৩৪)।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে হইতে (১১ অক্টোবর) প্রিয়া আক্তার (২৫) নামে এক কলেজ পড়ূয়া শিক্ষার্থীকে প্রতারনা করে অজ্ঞাতনামা দুই জন ব্যক্তি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে (১৫ অক্টোবর) সদর থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশ গত দুই দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে নারায়নগঞ্জ হতে প্রতারক মাসুদ হোসেন ও শাহাদাৎ সরদার। সে সময় একটি মোবাইল, নগদ ১ হাজার ৫শ টাকা ও স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধার করা হয়। প্রতারক চক্রের ৩ সদস্যের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর প্রতারক রাজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে স্কেপোলামিন বা কোন কেমিক্যাল নয় প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে চুরি করেছে চক্রটি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়