বালিয়াকান্দিতে জনতার হাতে আটক হলো বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য
- Update Time : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৬১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্যকে আটকে পুলিশে দিয়েছে জনতা। গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মৃত আলাল খানের ছেলে সবুজ হোসেন (২০) ও একই গ্রামের ক্ষিতিশ চন্দ্র মন্ডলের ছেলে তন্ময় মন্ডল (২০)।
রবিবার বিকেল ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
বালিয়াকান্দি হাসপাতাল এলাকার ব্যবসায়ী আলী হোসেন বলেন, কয়েকদফা তার বিকাশ দোকান থেকে এ দুই প্রতারক টাকা উত্তোলন করে নিয়ে যায়। পরে থানা পুলিশ আমাকে প্রতারনার টাকা উত্তোলন করে দিয়েছি বলে চাপ সৃষ্টি করে। বিষয়টি আমি না বোঝার কারণে হয়েছে বলার পরও ওই টাকা প্রদান করতে হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে তারা দুজন আবার আসলে স্থানীয় লোকদের সহায়তায় আটক করা হয়। পরে তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, তিনি নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই প্রতারনা মামলার ২ আসামীকে গ্রেপ্তার করে সোমবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়