স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়ায় পাংশায় বাবাকে জরিমানা

- Update Time : ০৭:৫১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ২০৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় দশম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রী ফারিয়া (১৬) কে বিয়ে দেওয়ায় তার বাবা আক্কাস মোল্যাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত বাবার বাড়ীতে অবস্থান করাসহ পড়ালেখা চালিয়ে যাওয়ার বিষয়ে অঙ্গিকার নিয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের আক্কাস মোল্লার মেয়ে দশম শ্রেণীতে পড়ুয়া ফারিয়াকে জোর করে বাল্যবিবাহ দেয়া হচ্ছে এমন খবর পেয়ে রাত ৯ টায় মহিলা বিষয়ক কর্মকর্তা ও পাংশা মডেল থানার পুলিশ ফোর্সসহ ওই বাড়িতে উপস্থিত হন। মেয়ের অভিভাবক মেয়ের বয়স ১৯ বছর বলে দাবী করলে তৎক্ষনিক অনলাইনে জন্ম নিবন্ধনের কপি যাচাই করে দেখা যায় ভ্রাম্যমান আদালতের সামনে উপস্থাপিত জন্ম নিবন্ধন সনদটি পুরোপুরি ভুয়া।
তিনি বলেন, পরে বাড়ী তল্লাশি করে মেয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্টের প্রবেশপত্র পাওয়া যায়। তাতে বয়স ১৫ বছর ৪ মাস। পরে অভিভাবক হিসেবে মেয়ের বাবা আক্কাস মোল্লা ১৮ বছর বয়স হওয়ার পূর্বে মেয়ের বিয়ে সম্পন্ন করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বাবার বাড়ীতে অবস্থান করাসহ পড়ালেখা চালিয়া যাওয়ার বিষয়ে আক্কাস মোল্লার কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে। এ বিষয়টি নজরদারী করার জন্য বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে। সেখান থেকে রাতেই ধর্মমতে বিবাহ সম্পন্ন করা স্থানীয় মোল্লাপাড়া মসজিদের ইমাম বারেক মোল্লার বাড়ীতে গিয়ে তাকে বাড়ীতে পাওয়া যায়নি, মোবাইল ফোন বন্ধ করে পলাতক রয়েছে।
তিনি আশেপাশে এ ধরণের কোন ঘটনা ঘটে থাকলে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া সহ বাল্যবিবাহ মুক্ত সমাজ ও জাতি গঠনে সহায়তার আহবান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়