রাজবাড়ীতে ডেঙ্গুতে মোট আক্রান্ত ৬১৯ : নতুন করে ৩২, ভর্তি ৪৭ জন
- Update Time : ০৭:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ২৯৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বেড়েই চলছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে নতুন করে ৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এবং জেলা সদর সহ উপজেলা হাসপাতাল গুলোতে ভর্তি রয়েছে ৪৭জন রোগী। শুক্রবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানাগেছে।
এদিকে হাসপাতালে একই ওয়ার্ডে সাধারন রোগীর পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের। ফলে সাধারন ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর স্বজনদের মধ্যে অসস্তি দেখা দিয়েছে।
অপরদিকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির পর সকল ধরনের টেস্টসহ স্যালাইন বাইরের থেকে কিনে আনার অভিযোগ করেছেন রোগী ও তার স্বজনরা। হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে শুধু মাত্র দুইটি করে খাবার ট্যাবলেট। এছাড়া রোগী ও স্বজনদের সাথে খারাপ আচরণের অভিযোগ করা হয়েছে সিস্টার (সেবীকা)দের বিরুদ্ধে।
এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬১৯ জন। এর মধ্যে ৫৭২ জন সুস্থ হয়েছে। ভর্তিকৃত রোগীর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১০ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন, কালুখালীতে ৪ জন, বালিয়াকান্দিতে ১৩ জন ও গোয়ালন্দে ৩ জন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিলা খান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সেবা-যত্নের পাশাপাশি প্রচুর পরিমানে তরল খাবার খাওয়ানো ও মশারির নিচে রাখতে হবে। ভর্তিকৃত রোগীদের শরীরে পুশ করা স্যালাইন ও জ্বরের জন্য নাপা ট্যাবলেট তারা দেন। এছাড়া তেমন কোন ওষুধ লাগে না। নিয়মিত রোগীদের পরীক্ষা নিরীক্ষা করিয়ে পরামর্শ দেন। এবং যারা বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন তাদেরকেউ পরমার্শ দিয়ে থাকেন। বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি, সে তুলনায় জনবল কম। ফলে মাঝে মধ্যে হয়তো রোগীর ডাকে সারা দিতে একটু দেরি হয়। তবে সর্বচ্চোটা দিয়ে তারা রোগীর সেবা দিচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়