ভাংচুরের অভিযোগে রাজবাড়ী বিএনপির ১৪১ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার অভিযোগ
- Update Time : ১১:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আসার পথে ছাত্রলীগ নেতাদের ২টি মোটরসাইকেল ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে আহত করার ঘটনায় বিএনপির ১৪১জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বুধবার রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেছেন গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের মোঃ কোব্বাত আলী মন্ডলের ছেলে ও গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাতুল আহম্মেদ।
মামলার আসামীরা হলেন, জহুরুল ইসলাম প্রামানিক ঝরো, খায়রুল আলম বকুল, মোঃ ইদ্রিস শেখ, জহুরুল ইসলাম নুরুন্নবি, মোঃ আরিফুর রহমান, মোঃ সাদ্দাম সরদার, তাপস সরকার, মোঃ রাজ্জাক, কাউসার, শান্ত খান, মোঃ বাবু শেখ, মোঃ সাজেদুর রহমান বিশ্বাস, মোঃ উজ্জল খান, মোঃ ফয়েজ দেওয়ান, আব্দুল মালেক শিকদার, জহির শিকদার, মোঃ রানা শেখ, আলামীন, সামসু মীর, আশিক আলম সবুজ, মোঃ মজনু, মোঃ সোহান শেখ, মোঃ রাজা খান, শহিদ সরদার, মোঃ আলামীন শেখ, মোঃ আব্দুল লতিফ শেখ, মোঃ আজাদ হোসেন, মোঃ শামীম, মোঃ কালাম ফকির, মোঃ বিল্লাল হোসেন পরী, ফজলু মন্ডল, মঞ্জুর আলম মনজু, আরিফ সরদার, মোঃ সোহাগ মিজি, শফিক বেপারী, মোঃ আলামীন শেখ, মোঃ আনোয়ার শেখ, মোঃ আলী রাজ, মোঃ উজ্জল সরদার, মহসিন খন্দকার, মোঃ আলামিন খান, রায়হান মীর, ফজলু মোল্লা, গাজী মাসুদ, শৈবাল মোল্লা, সোহাগ ওরফে কালা সোহাগ, মাহাতাব উদ্দিন মানিক, শহিদ শেখ, মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ মমিন মোল্লা, মোঃ জামাল মোল্লা, সালেহীন প্রামানিক, উজ্জল মন্ডল, সোহেল মন্ডল, বাদশা মন্ডল, আব্বাস সরদার, সুমন সরদার, জাবেদ, পারভেজ, আরিফ সহ অজ্ঞাতনামা ৭০-৮০ জন।
মামলার বাদী গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাতুল আহম্মেদ বলেন, ২০ মে বাংলাদেশ আওয়ামীলীগ ও যুবলীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পার্টি অফিসে শান্তি পূর্ণ সমাবেশ অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষ্যে তিনি ও তার সঙ্গীয় পরাগ আহম্মদ, জাকির হোসেন কাঞ্চন, পাপিন সহ আরো অনেকে মোটরসাইকেল যোগে আসার সময় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সামনে পাকা রাস্তায় পৌছানো মাত্রই হাতে বাঁশের লাঠি, লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের সহ রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহনের গতিরোধ করে। কোন কারন ছাড়াই হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে আমাদের সহ সাধারণ জনগনের উপর আতর্কিত আক্রমন করে। এলোপাতারি মারপিট সহ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং রাস্তায় থাকা যানবাহন ভাংচুর করে। তাদের মারপিটে এবং ইট পাটকেলের আঘাতে সে ও তার সঙ্গীরা সহ রাস্তায় থাকা কয়েকজন অজ্ঞাতনামা পথচারী সাধারণ জখম হয়। এসময় তার ব্যবহৃত রেজিঃ বিহীন আরটিআর মোটরসাইকেল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের ২ টি মোটরসাইকেল ভাংচুর করে এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তাদের আচরণে রাস্তায় চলাচলরত সাধারন জনমনে আতঙ্ক বিরাজ করে ও লোকজন দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। তখন রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি সহ তার সঙ্গীয় আহত ব্যক্তিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ৬১জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭০-৮০জনকে আসামী করে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল ভাংচুর ও মারধরের অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইফতেখারুজ্জামান বলেন, একটি অভিযোগ থানায় জমা দিয়েছে। বিষয়টি আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়