প্রতি কেন্দ্রে থাকছে সিসি টিভি ক্যামেরা, রাজবাড়ীতে ইভিএম মেশিনে ভোট পদ্ধতি প্রদর্শন
- Update Time : ০৯:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ৪৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে সোমবার (১৭ অক্টোবর) রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । ফলে ভোটদান সম্পর্কে ধারনা দিতে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ভোট দান প্রদান প্রদর্শন পদ্ধতি। এছাড়া নির্বাচনের স্বচ্ছতা বাড়াতে কেন্দ্রে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। এদিকে প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকবে।
রবিবার সকালে জেলার পাঁচ উপজেলায় পরিষদ মিলনায়তনে এ ভোট দান পদ্ধতি প্রদর্শিত হয়। এ সময় জনপ্রতিনিধি ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোট দান পদ্ধতিতে অংশ নেয়।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত একেএম শফিকুল মোরর্শেদ আরুজ (তালগাছ), বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু (মোটর সাইকেল) ও সতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী (আনারস) প্রতীক সহ জেলার ৫ উপজেলায় ১৮ জন সদস্য ও ৭জন সংরক্ষিত মহিলা সদস্য সহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এদিকে জেলার ৫ টি উপজেলা, ৩ টি পৌরসভা ও ৪২ টি ইউনিয়নের ৫৯৮ জন জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়