আপনারা অসহায় নন,আমরা আপনাদের সঙ্গে রয়েছি- যৌনকর্মীদের উদ্দেশ্যে রাজবাড়ীর ডিসি
- Update Time : ০৫:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ২৬৬ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
আপনারা একা নন,অসহায় নন।আপনারা এই জেলারই মানুষ। আপনাদের বিপদে-আপদে আমরা সবসময়ই আপনাদের পাশে রয়েছি। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান গোয়ালন্দের দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লী) বাসিন্দাদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে স্হানীয় মুক্তি মহিলা সমিতির হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ৩২৫ জন শীতার্ত মহিলার মাঝে কম্বল বিতরন করেন। এর আগে উক্ত কম্বলগুলো জেলা প্রশাসকের ত্রান তহবিলে প্রদান করে এনজিও আশা’র রাজবাড়ী কতৃপক্ষ।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, এসিল্যান্ড মো. আশরাফুর রহমান, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, এনজিও আশার রাজবাড়ীর সিনিয়র জেলা ব্যবস্থাপক (ডিএম) মোঃ শমসের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য কল্যাণ সমিতির সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়