হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে পদ্মা নদীর ধাওয়াপাড়া এলাকায় কাটা হচ্ছে বালু
- Update Time : ০৯:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ২৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকায় বালু কাটার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে বালু কেটে নিয়ে যাবার সময় দুইটি বাল্কহেড আটক করেছে নৌ পুলিশ।
স্থানীয়রা ও দৌলতদিয়া নৌ থানা পুলিশের সাথে কথা বলে জানাগেছে, উচ্চ আদালতে নির্দেশে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়াসহ দৌলতদিয়া থেকে পাকশি পর্যন্ত দীর্ঘ পদ্মা নদী এলাকায় বালু উত্তোলন বন্ধ রয়েছে। অথচ কতিপয় চিহ্নিত ব্যক্তিরা ড্রেজার দিয়ে গত দুই দিন ধরে সেখান থেকে বালু উত্তোলন করছে।
দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল কবির জানিয়েছেন, বুধবার দুপুরে ধাওয়াপাড়া এলাকায় বালু কাটার সংবাদ পেয়ে তারা অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে বালু উত্তোলনকারী দুটি বাল্কহেট আটক করে নিয়মিত মামলা প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান জানিয়েছেন, বালু মহল ইজারা দেবার জন্য তারা দরপত্র আহবান করেছিলেন। তবে এর বিরুদ্ধে কতিপয় ব্যক্তিরা হাইকোর্টে রিট করে। এতে উচ্চ আদালত বালু উত্তোলন স্থগিত করে। যে কারণে এখন আর পদ্মা নদীর ধাওয়াপাড়া এলাকা থেকে বালু উত্তোলন করার সুযোগ নেই। যদি কেউ বালু উত্তোলন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়