গোয়ালন্দে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

- Update Time : ০৬:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৬০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার বিকেলে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী ঈদগাহ মাঠে শতাধিক নারীকে নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ইউনুছ মোল্লা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) তাহমিনা আক্তার প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার এ প্রকল্প যুগান্তকারী ভুমিকা রাখছে। এ প্রকল্পে মূলত শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডারের ক্ষেত্রে সেবা দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়