রাজবাড়ীতে চারদিন ব্যাপি নাট্যোৎস সমাপ্ত

- Update Time : ০৯:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
” নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার” এই প্রতিপাদ্যে রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চারদিন ব্যাপি নাট্যোৎসব সমাপ্ত হয়েছে।
রবিবার সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ।
রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার চারদিন ব্যাপি এ নাট্যাৎসবের আয়োজনে পাঁচজন সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে নাট্যোৎসব শুরু হয়। প্রথম দিন রাতে প্রখ্যাত নাট্য ও চলচিত্র ব্যক্তিত্ব শহীদ মুনির চৌধুরী রচিত ভাষা আন্দোলনের উপর রচিত “কবর” নাটক মঞ্চস্থ্য হয়। নাটকটি মঞ্চস্থ্য করে রাজবাড়ী থিয়াটারের নাট্য কর্মিরা। গত শুক্রবার বাতিঘর ঢাকা পরিবেশনায় মঞ্চস্থ্য হবে নাটক ”ঊর্ণাজাল” ও পাংশা বহুবচন থিয়েটারের ”বৈতংসি”। শনি ও রবিবার মাংকি ট্রায়াল, চন্দ্রগ্রহন, লংমার্চ ও সাইনে নাটক গুলো মঞ্চস্থ হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়