রাজবাড়ী প্রেসক্লাব এলাকা থেকে সাড়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ বিনোদপুরের রাসেল কবিরাজ
![](https://rajbaribarta.com/wp-content/uploads/2023/08/icon.png)
- Update Time : ০৫:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ৫২ Time View
![](https://rajbaribarta.com/wp-content/uploads/2022/11/Rasel-Yaba-01-01-2022-copy-1024x512.jpg)
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন এলাকা থেকে ৫ হাজার ৮শত ৮০ পিচ উদ্ধার করেছে র্যাব সদস্যরা। সে সময় রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর গ্রামের মোঃ আলাল কবিরাজের ছেলে মোঃ রাসেল কবিরাজকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে রাসেলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম আলম জানিয়েছেন, জানাগেছে, ক্যাম্পের সদস্যরা গোপন সূত্রে জানতে পারেন, কতিপয় ব্যক্তি ইয়াবার চালান নিয়ে জেলা শহরের রাজবাড়ী প্রেস ক্লাবের উত্তর পাশে মসজিদ গলির মোড়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে সেখানে অভিযান পরিচালনা করেন এবং মোঃ রাসেল কবিরাজকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে ৫ হাজার ৫ শত ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল উদ্ধার করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়