পাংশায় চলন্ত ট্রেনের সাথে বাটা হাম্বারের সংঘর্ষ, ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

- Update Time : ০৬:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশা উপজেলার সত্যজিতপুর এলাকায় পোরাদহ গামী সাটল ট্রেন ও একটি খোয়া ভর্তি স্যালো ইঞ্জিন চালিত বাটা হাম্বার (মিনি ট্রাক) সংঘর্ষে ট্রাক চালকের সহকারী খাইরুল ও রেলওয়ের কর্মচারী জোয়ান মোল্লা আহত হয়েছে।
এ সময় আহতদের উদ্ধার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। পড়ে আহত খাইরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ট্রাক চালকের সহকারী খাইরুল পাংশা বাবুপাড়ার সমশের মোল্লা ও জোয়ান মোল্লা কালুখালী রেলওয়ের কর্মচারী । তিনি ফরিদপুর নগরকান্দার হাসমত মোল্লা ছেলে।
এদিকে এ ঘটনায় প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল গোয়ালন্দ ঘাট টু পোরাদাহ ট্রেন রুটে। পড়ে রেললাইনের ওপর থেকে ট্রাক সড়ালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানাগেছে, সকালে রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়ার পোরাদহের উদ্দেশ্যে ছেরে যাওয়া সাটল ট্রেনটি পাংশা স্টেশনের আগে সত্যজিৎপুর এলাকায় রেলক্রসিংয়ে মিনি ট্রাকের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় ট্রাকটিকে অনেক দুর পর্যন্ত ঠেলে নিয়ে ট্রেনটি। এতে দুমরেমুচরে নিয়ে যায় ট্রাকটি। এবং মারাত্মক ভাবে আহত হয় ট্রাক চালকের সহকারী ও কালুখালী রেলওয়ের এক কর্মচারী।
সাটল ট্রেনের গার্ড রেজাউল করিম জানান, রেল গেটটি অনুমোদিত গেট। ট্রেন চলাচরে সময় এখানে চালক হর্ণ দেয়। কিন্তু ট্রাকের চালক ট্রেন আসার বিষয়টি হয়তো দেখেনি৷ লাইন পার হবার সময় ট্রেন চলে আসে। এতে ট্রেনের ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে। পড়ে রেল লাইন থেকে ট্রাক সরিয়ে প্রায় একঘন্টা পর ট্রেনটি পুনরায় ছেড়ে যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়