পাংশার শিক্ষককে গুলি করে হত্যার ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
- Update Time : ০৮:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান মুকুকে গুলি করে হত্যা মামলায় ৫ আসামী আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। সে সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, ডিআইও সাইদুর রহমান, পাংশা থানার ওসি মাসুদুর রহমানসহ অন্যান্যরা।
সে সময় পুলিশ সুপার বলেন, এখন পর্যন্ত হত্যাকান্ডে জড়িত ৫ আসামী এবং তাদের কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ২ টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত সকলেই এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত ঘটনার দিন হত্যাকারীরা শিক্ষক মিজানুর রহমানের হোসেনডাঙ্গার সার কিটনাশকের দোকানের হালখাতার টাকা ছিনতাই করতে আসে। তবে টাকা না পেয়ে হত্যাকারীরা মিজানুর রহমানের সাথে বিতর্কে জড়িয়ে পরেন এবং ওই বিতর্কের এক পর্যায়ে মিজানুর রহমানের কানের উপরে গুলি করে তাকে হত্যা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী পাংশার হাটবনগ্রামের শাকিবুল হাসান (১৮), আকাশ সরকার (১৯), রামপ্রসাদ সরকার (২০), বিজয় কুমার সরকার (১৯) ও বাদল সরকার (১৯)।
উল্লেখ্য, ৩০ এপ্রিল রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর হোসেনডাঙ্গা বাজারের অদুরে বশা কুষ্টিয়া এলাকায় নিজ বাড়ী ফেরার পথে দূর্বৃত্তদের গুলিতে নিহত হন পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মুকু।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়