গোয়ালন্দে “ম্যাগনেটিক চাল” প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
- Update Time : ০৯:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৩৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে অভিনব কায়দায় ম্যাগনেটিক চালের মাধ্যমে প্রতারণাকারী চক্রের সদস্য ক্ষীতিশ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার শালিনাবক্স গ্রামের মারকন্ঠ বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে গোয়ালন্দ ঘাট থানায় এক প্রেস ব্রিফিয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, কিছুদিন যাবৎ একটি প্রতারক চক্র অভিনব কায়দায় অতি উচ্চমূল্যের “ম্যাগনেটিক চাল” বলে প্রতারণা চালিয়ে নিরীহ মানুষ ও ব্যবসায়ী কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ প্রচারণা চালিয়ে আসছিল। প্রতারণার কাজে তারা গবেষণাগার, ঔষুধ কোম্পানি ও মেডিকেলে ব্যবহৃত ভাযাল ও মাইক্রো সেন্ট্রিফিউজ টিউবে অতি আকর্ষণীয় করে সুকৌশলে একটি চাল স্থাপন করে এটিকে ম্যাগনেটিক চাল বলে প্রচার করে। এমনকি ভাযাল ও মাইক্রো সেন্ট্রিফিউজ টিউবগুলোকে সুন্দরভাবে সুকৌশলে কয়েকটি স্তরে কাগজ, এলুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে ও সর্বস্তরের উপরে টেপ পেঁচিয়ে আকর্ষণীয় করে মানুষের কাছে প্রতারণামূলকভাবে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। রাজবাড়ী জেলা পুলিশ এ ধরনের প্রতারক চক্রকে গ্রেপ্তারে তৎপর ছিল।
বুধবার (৫ এপ্রিল) দিনগত রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারিজের সামনে থেকে প্রতারক চক্রের সদস্য ক্ষীতিশ বিশ্বাসকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ৫ প্যাকেট প্রতারণার সরঞ্জাম সহ ২৮ টি ২ মিলি ভাযাল ও ৭ টি মাইক্রো সেন্ট্রিফিউজ টিউব পাওয়া যায়। যার প্রতিটির মধ্যে একটি সাধারণ চাল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রে জড়িত অন্যান্য সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। প্রেস ব্রিফিয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়