চাঁদা না দেয়ায় রাজবাড়ীর শ্রীপুরের ঠিকাদারের উপর হামলা, মোটরসাইকেল ভাংচুর
- Update Time : ০৬:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চাঁদা না দেয়ায় ঠিকাদারের উপর হামলা এবং ওই ঠিকাদারের মোটরসাইকেল ভাংচুর করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই ঠিকাদার ও তার ভাংচুর হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের আড়াবাড়িয়া স্কুল প্রাঙ্গনে।
আহত ঠিকাদার ও রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর গ্রামের মৃত খলিল মোল্লার ছেলে ফরিদ মোল্লা জানিয়েছেন, ১৫ লাখ টাকায় দরপত্রের ভিত্তিতে তিনি আড়াবাড়িয়া স্কুলের রিপিয়ারিং কাজ করছেন। গত মঙ্গলবার কতিপয় চিহ্নিত সন্ত্রাসীরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদার টাকা দিকে অস্বীকৃতি জানান। এতে ওই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। তাদের ২০/২৫ গ্রুপ বুধবার দুপুর দেড়টার দিকে আড়াবাড়িয়া স্কুলে প্রাঙ্গণে আসে এবং তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দৌড়ে পাশ^বর্তী জনৈক এক ব্যক্তির বাড়ীতে গিয়ে আশ্রয় নেন। তবে সন্ত্রাসীরা তার ব্যবহৃত এফ জেড মোটরসাইকেলটি ভাংচুর করে চলে যায়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনালে যায় এবং ওই ঠিকাদারকে উদ্ধার করে। সেই সাথে ভাংচুর করা মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়