রাজবাড়ীতে মাস ব্যাপী বিজয় আনন্দ মেলার নামে চলছে র্যাফেল ড্র’র প্রস্তুতি, উদ্বোধন
- Update Time : ১০:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এক মাস ব্যাপী বিজয় আনন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তবে ওই আনন্দ মেলায় র্যাফেল ড্র (লটারি) নামে সাধারণ মানুষের পকেট কাটার আয়োজন করা হয়েছে বলে সরজমিনে দেখা গেছে। সেই সাথে এ লাটারি বিক্রির নামে মাইকের অত্যাচার শুরু হবে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এমনিতেই সাধারণ মানুষের হাসফাস অবস্থ, তার উপর এমন আয়োজন কতটা শান্তিময় পরিস্থিতির সৃষ্টি করবে তাই দেখার অপেক্ষা।
যদিও মেলার অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষ বলছে, ওই মেলায় লাটারীর কোন অনুমতি নেই। তাছাড়া দশের অধিক শর্তও প্রদান করা হয়েছে। শর্ত ভঙ্গ করা হলে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।
রবিবার বিকাল পৌনে ৫টার জেলার শ্রীপুর সার্কিট হাউজ সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে, পায়রা ও বেলুুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফিকুল মোরশেদ আরুজ।
মেলায় কসমেটিকস, প্রশাধনী ও বিভিন্ন মুখরোচক খাবার দোকানসহ ৬০টি স্টোল স্থান পেয়েছে। এছাড়া রয়েছে শিশু ও বড়দের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস ও সার্কাস। এবং মেলায় প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র (লটারি)।
উদ্বোধন শেষে মেলা উদযাপন কমিটির সভাপতি কাজী ফরিদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি মীর মাহফুজা খানম মলি, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, জেলা আওয়ামী লীগ নেতা আজগর আলী বিশ্বাস প্রমূখ।
এ সময় দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলোসহ অনেকে উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়