রাজবাড়ীতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড
- Update Time : ১০:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৯২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সদরের মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামে শ্বশুরালয়ের লোকজনের হাতে সজল সেখ নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করে। ওই মামলায় মোঃ সাদ্দাম শেখ (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ প্রদান করেছে।
বুধবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোছাঃ জাকিয়া পারভীন এ রায় প্রদান করেছেন।
মামলা সুত্রে জানাগেছে, মূলঘর ইউনিয়নের পূর্বমূলঘর গ্রামের মৃত ইসমাইল সেখ ছেলে সজল সেখ (৩২) তার বাড়ী থেকে দু’শত গজ দুরে থাকা বাবু সেখের মেয়ে আসমা বেগম (২৫) কে পূর্বে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে হয়। তাদের সংসারে হাসান সেখ ও হাসি খাতুন নামক দু’জন সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই আসমা তার মা ময়না বেগমের কথা মত চলাফেরা করতো। যে কারণে বেশির ভাগ সময়ই সজল ও আসমার মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ওই বিবাদ মিমাংসায় স্থানীয়রা একাধিকবার সালিশও করে। তবে বিরোধ মেটাতে সালিসদারা ব্যর্থ হয়। যে কারণে তাদের কোন ঝামেলা হলেও এলাকাবাসী তাতে আর কর্নপাত করেনা। সজল ও আসমার মধ্যে বিরোধ চলতে থাকে যে কারণে সজল রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতো। সংসার পরিচালনার পর অনেক কষ্টে সজল ৪০ হাজার টাকা জমা করে এবং ওই টাকা স্থানীয় জলিল বিশ্বাসের কাছে জমা রেখে রাজমিস্ত্রীর
কাজের পাশাপাশী ফসলী জমি আবাদ করে। জলিল বিশ্বাস সজলের টাকা ফিরিয়ে দেয়। ফিরে পাওয়া ওই টাকা দিয়ে সজল অন্যত্র জমি রাখার চেষ্টা শুরু করে। তবে এতে বাঁধা দেয় আসমা। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে ২০১৪ সালের ১৯ নভেম্বর আসমা তার মায়ের হাতে টাকা গুলো তুলে দেয়। এ নিয়ে ২০১৪ সালের ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে উভয়ের মধ্যে ফের ঝগড়া হয় এবং সজল কয়েকটি চর
আসমাকে মারে। বিষয়টি আসমা অতিরঞ্জিত ভাবে পিতার বাড়ীতে গিয়ে বলে। এতে ক্ষিপ্ত হয়ে মনসুর শেখ, সাদ্দাম শেখ, ময়না বেগম, আসমা বেগম, শাহ আলম, বাবু শেখ, আজিম শেখ মিলে এসে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ২০১৪ সালের ২১ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই রহমান সেখ বাদী হয়ে সজলের স্ত্রী,শ্বশুর, শ্বাশুড়ীসহ ৭ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের ৩/৪ জনকে আসামী করে রাজবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত পূর্বক একজনকে আসামী করে আদালতে চার্জশীর্ট দাখিল করেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. উজির আলী শেখ বলেন, হত্যা মামলায় মোঃ সাদ্দাম শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায়ে বাদীপক্ষ সন্তষ্ট প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়