৪৭০ এর মধ্যে ৩৫০ বাসাই বেদখল, রাজবাড়ীতে রেলের অবৈধভাবে দখলকৃত ১৫০ একর জমি উদ্ধারে প্রশাসন

- Update Time : ০৯:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১২৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে রেলের ১৫০ একর জমি অবৈধ দখলে রয়েছে। সেই জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ে। অপরদিকে, রাজবাড়ীতে রেলওয়ের ৪৭০টি বাসা রয়েছে। যার মধ্য্যে ৩৫০ টি বাসাই এখন বেদখল অবস্থায় রয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের ফুলতলা এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
এ সময় বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান বলেন, রাজবাড়ীতে রেলের জমি রয়েছে ৪০০ একর। এর মধ্যে ১৫০ একর জমি অবৈধভাবে দখল করে আছে। সেই জমি উদ্ধারে অভিযান শুরু হলো। এছাড়া রেলওয়ের অনেক কোয়ার্টারও অবৈধ দখলে আছে। সেগুলো আমরা উদ্ধার করবো।
এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্ছেদপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, বাংলাদেশ রেলওয়ে পাকশির ডিআরএম শফি নুর মোহাম্মদ, ডিভিশনার ইঞ্জিনিয়ার নিজিদ কায়সারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী উদ্ধর্তন প্রকৌশলী গৌতম বিশ^াস বলেন, ওই সভায় আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সকল দখলদারকে স্বেচ্ছায় চলে যাবার জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়