গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের পূনর্মিলনী, সম্মাননা ও প্রীতিভোজ অনুষ্ঠিত
- Update Time : ০২:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ৯৮ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে পূনর্মিলনী, প্রীতিভোজ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দিনব্যাপী ফরিদপুরের বিনোদন পার্ক ফান প্যারাডাইসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উদ্যোগে সম্প্রতি গোয়ালন্দে তিনদিন ব্যাপী নাট্যোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল,গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, নাট্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক কোমল কুমার সাহা প্রমূখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, নুরুল আনোয়ার মিলন, খুদে গানরাজ সুমাইয়া আক্তার , শানু, নাছিমা আক্তার, নৃত্য পরিবেশন করেন নাট্য অভিনেত্রী তমা,আবৃত্তি করেন অপূর্ব সাহা দ্বিজেন এবং জাদু প্রদর্শন করেন বাদল বিশ্বাস। অনুষ্ঠানে গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের সকল সদস্য ছাড়াও, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সদস্যবৃন্দ,জন প্রতিনিধি, ব্যবসায়ী ও সুধীবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু ও নাট্যকর্মী অপূর্ব সাহা দ্বিজেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়