রাজবাড়ীতে আদালতের নথি টেম্পারিং করায় আইনজীবীকে শোকজ

- Update Time : ০৯:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ৫৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি মামলার নথি টেম্পারিংয়ের মাধ্যমে সাক্ষীর জবানবন্দি পরিবর্তনের অভিযোগে আসামী পক্ষের আইনজীবীকে শোকজ করেছে আদালত।
বুধবার ওই ঘটনায় অভিযুক্ত রাজবাড়ী জেলা বারের আইনজীবী শ.ম নাজিরুল ইসলাম নাজিরকে শোকজ করে রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়ছুন্নাহার সুরমা। এর আগে একই বিষয়ে নথির জিম্মাদার হিসেবে আদালতের বেঞ্চ সহকারী উত্তম কুমার সাহাকে শোকজ করে আদালতে। আদালতের কারণ দর্শানো নোটিশের জবাবে বেঞ্চ সহকারী উত্তম কুমার সাহা জানান, ওই মামলায় আসামী পক্ষে নিয়োজিত আইনজীবী শ.ম নাজিরুল ইসলাম (নাজির) নথি চাইলে তিনি তাকে নথি সরবরাহ করেন। এরপর ওই আইনজীবী আদালতের কক্ষে বসে নথি দেখার সময় সাক্ষীর জবানবন্দির বিভিন্ন স্থানে পরিবর্তন ও টেম্পারিং করেন। একারণে আদালত গত ৬ অক্টোবর আসামী পক্ষে নিয়োজিত আইনজীবী শ.ম নাজিরুল ইসলাম (নাজির) কে শোকজের আদেশ দেন। ওই আদেশের কপি বুধবার অভিযুক্ত আইনজীবী সহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। আদালত ১৬ অক্টোবরের মধ্যে অভিযুক্ত আইনজীবীকে কারণ দর্শাতে বলেছেন।
তথ্যানুসন্ধানে জানা গেছে, রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন (সিআর-৩০/২০ যাহা টি.আর-৪৬১/২০) মামলায় গত ১৪/৯/২০২২ ইং তারিখে গ্রেফতারী পরোয়ানাভূক্ত দুই আসামী মোঃ তপু রায়হান ও মোঃ নবীজান আদালতে হাজির হয়ে জামিন নেন। ওই দিনই মামলার নথি নিয়ে সাক্ষীর জবানবন্দি টেম্পারিং করার অভিযোগ ওঠে আসামী পক্ষের আইনজীবীর বিরুদ্ধে। মোছাঃ উর্মি বেগমের দায়েরকৃত এ মামলায় দুই আসামীর বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধির ৪৪৭ /৩২৩ /৫০৬(২) /৩৫৪/৩২৫ ধারায় আদালতে চার্জ গঠন করা হয়।
এবিষয়ে মোবাইল ফোনে জিজ্ঞেস এ্যাড. শ.ম নাজিরুল ইসলাম কোন মন্তব্য করবেন না বলে জানান।
রাজবাড়ী জেলা বারের সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস জানান, অভিযুক্ত আইনজীবী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সাধারণ সভায় উত্থাপনের জন্য একটি আবেদনপত্র দাখিল করলেও সেটি এজেন্ডাভূক্ত বা আলোচনা করা হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়