ঢাকাFriday , 28 April 2023

দৌলতদিয়ায় কর্মমুখীদের উপচে পড়া ভীড়, লঞ্চে ধারন ক্ষমতার চাইতে বেশি যাত্রী পারাপার

Link Copied!

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটে কর্মমুখী মানুষের উপচেপড়া ভীর দেখা গেছে।

আজ শুক্রবার ঈদের পর সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারনে সকাল থেকে  ফেরি ও লঞ্চে কর্মে যোগ দিতে যাত্রীদের উপচেপড়া ভীর করে ঢাকা সহ বিভিন্ন জেলাতে যেতে দেখা যায়। তবে গত কয়েক দিনের চাইতে আজ যাত্রীবাহি বাসের চাপ বেশি দেখা গেছে।তবে মহাসড়ক, ফেরি ও লঞ্চে যাত্রীদের কোন ভোগান্তিতে পরতে হয়নি।যানজট না থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দে কর্মস্থলে যেতে পারছে।তবে আজও বিভিন্ন যানবাহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা।  এদিকে প্রতিটি লঞ্চে  ধারন ক্ষমতার চাইতে দেরশ থেকে ১৮০ জন যাত্রী পারাপারের কথা থাকলেও লঞ্চ গুলোতে দুইশ পঞ্চাশ থেকে তিনশ যাত্রী পারাপার করা হচ্ছে।

কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ফেরি ঘাটে  আসা যাত্রী সজিব জানান, মহাসড়কে,ফেরি ও লঞ্চে তাদের কোন দুর্ভোগ হয়নি।যানজট না থাকায় এবছর তারা ভালো ভাবে ঈদ করে কর্ম যোগ দিতে পারছেন।মসগুরা থেকে আসা আরেক যাত্রী ইসমাইল ও জাকির হোসেন জানান,ঈদের আগে ও পরে কোন দুর্ভোগে তাদের পরতে হয়নি যাতায়াতে, বেশ কয়েক বছর পর তারা এ্যাত ভালো ভাবে যাতায়াত করতে পারছেন।তবে বিভিন্ন যানবাহনে আজও বেশি ভাড়া নেওয়ার কথা জানান তারা।আজ মানুষ যানবাহনের চাপ অন্যান্য দিনের তুলনায় বেশি।

বিআইডব্লিউটিসি’র ব্যাবস্থাপক দৌলতদিয়া মো. সালাউদ্দিন জানান, ঈদের পর আজ সাপ্তাহিক ছুটির দিনের কারনে মানুষ ও যানবাহনের চাপ বেশি রয়েছে। তবে ফেরির সংখ্যা বেশি থাকায় আজ যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি হচ্ছেনা। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৯ টি ফেরি ও১৬ টি  লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

(Visited 18 times, 1 visits today)