রাজবাড়ীতে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা সবুজ হত্যায় জড়িত ২ জন গ্রেপ্তার
- Update Time : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ৪৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সবুজ হত্যা মামলার অন্যতম দুই আসামীতে গ্রেপ্তার করেছে র্যাব-৮। রোববার (১ মে) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার কাছুন্দি গ্রামের মো. সামু মোল্লার ছেলে মো. হালিম মোল্লা (৩০) ও মাটি খোলা গ্রামের মো. মহন মোল্লার ছেলে মো. বক্কার মোল্লা (৩৫)। এর আগে গত ২৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে দূর্বৃত্তরা নিজ বসত ঘরের জানালা দিয়ে গুলি করে হত্যা করে ছাত্রলীগ নেতা শেখ সবুজকে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার সামছুল আলম বাবুর ছেলে। এ সময় সজিব নামের আরো এক যুবক আহত হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার এবং সিনি. এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে রোববার (০১ মে) ভোর রাত ৩টার দিকে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার কাছুন্দি এবং মাটিখোলা এলাকা থেকে ছাত্রলীগ নেতা সবুজ হত্যায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব-৮।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়