দু’যুগ পর সোমবার রাজবাড়ীর সিংঙা-নিজাতপুর বাজার ব্যবসায়ী কমিটির প্রথম ভোট
- Update Time : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- / ১৪৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বাজার প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় দুই যুগ পর এবারই ১ম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ী শহর সংলগ্ন দাদশী ইউনিয়নের সিংঙা-নিজাতপুর বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন। ফলে উৎসাহ উদ্দিপনার কমতি নাই প্রার্থী, ভোটার ও সমর্থকদের মাঝে।
প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারনা। এছাড়া পোস্টারে ছেয়ে গেছে পুরো বাজার এলাকা। এবং ভোট গ্রহনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ভোট প্রার্থনায় জমে উঠছে বাজার ব্যবসায়ী কমিটির এই নির্বাচন। বাজারের সর্বত্রই এখন একই আলোচনা কারা আসছে বাজারের নতুন নের্তৃত্বে।
ইতিমধ্যেই নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাজারের দ্বায়িত্বরত নির্বাচন কমিশন। নির্বাচনে ১০টি পদের বিপরীতে সভাপতি, সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যকরী সদস্য সহ ৪টি পদে প্রতিদ্বন্দীতা করলেও সহ-সভাপতি, সহ-সাধারন, ধর্ম বিষয়ক, ক্রীড়া ও সংস্কৃতি, দপ্তর ও প্রচার সম্পাদক সহ ৬টি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচতি হয়েছেন প্রার্থীরা।
এদিকে প্রায় দুই যুগ আগে প্রতিষ্ঠিত এই বাজারে দিন দিন ব্যবসায়ীর সংখ্যা বাড়লেও হয় নাই অব-কাঠামোগত উন্নয়ন। তাছাড়া মৌখিক ভাবে বাজার কমিটি হলেও বাজার প্রতিষ্ঠার পর এবারই ভোটের মাধ্যমে নির্ধারন হতে হচ্ছে বাজার ব্যবসায়ী কমিটির নের্তৃত্ব। ফলে উৎসাহ উদ্দিপনার কমতি নাই প্রার্থী, ভোটার ও সমর্থকদের মাঝে। ছোট ছোট পোস্টার ও সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে প্রার্থীরা।
জানাগেছে, অবহেলিত সিংঙা-নিজাতপুর বাজার উন্নয়নে ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষিতে দাদশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ দেলো প্রধান নির্বাচন কমিশনার হিসাবে বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রস্তুতি গ্রহন করেন। যার আলোকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোয়ন ফরম বিক্রি, জমা, যাচাই-বাছাই ও প্রতিক বরাদ্দ করা হয়। এবং আগামীকাল (১২ ডিসেম্বর) সোমবার অনুষ্ঠিত হবে সিংঙা-নিজাতপুর বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন। এই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে বাজারের ১৮৮ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
নির্বাচনে সভাপতি পদে ৪জন, সাধারন সম্পাদক পদে ৩জন, কোষাধ্যক্ষ পদে ২ ও কার্যকরী সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দীতা করছেন।
বাজারের মোনছের, নিজাম, রহিম সহ একাধিক ব্যবসায়ী বলেন, তাদের অবহেলিত বাজার উন্নয়নে কাজ করবে এমন নের্তৃত্বকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। দীর্ঘ প্রায় দুই যুগ পর এই নির্বাচনের আয়োজনে তারা সবাই খুশি। এবং এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে তারা কমিটি পেতে যাচ্ছেন।
সাধারন সম্পাদক প্রার্থী সুমন শেখ ও আল আমীন মুন্সি বলেন, এই বাজার দুই যুগ আগে প্রতিষ্ঠিত। বিগত দিনে মৌখিক ভাবে কমিটি গঠিত হলেও এবারই প্রথম ভোটের মাধ্যমে ব্যবসায়ীরা নের্তৃত্ব বাছাই করবে। ফলে সবার মধ্যে উৎসব কাজ করছে। নির্বাচিত হলে বাজার উন্নয়নে ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করবেন। এবং সব সময় বাজারের অসহায় ব্যবসায়ীদের পাশে থাকবেন।
সভাপতি প্রার্থী মোঃ আজাহার খান বলেন, তিনি শতভাগ আশাবাদী বাজার ব্যবসায়ীরা তার আনারস প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি নির্বাচিত হলে বাজারের সকল ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানের সাথে পরামর্শ করে কাজ এবং বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করবেন।
সাবেক রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম এরশাদ বলেন, বিগত সময়ে বাজারে বিভিন্ন ভাবে কমিটি হলেও এবার নির্বাচনের মাধ্যমে কমিটি হবে। এ জন্য প্রার্থী ও ভোটার সবার মাঝে উৎসাহ উদ্দিপনা কাজ করছে। এবং এই নির্বাচনে যোগ্যরা নির্বাচিত হবে বলে তিনি আশাবাদী।
দাদশী ইউনিয়ন চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ দেলোয়ার শেখ দেলো বলেন, শহর সংলগ্ন এই বাজারটি দীর্ঘ দুই যুগ আগে গঠিত হলেও প্রায় ১২ ধরে বছর কোন কমিটি নাই। যার ফলে নানা সমস্যায় পড়েন বাজারের ব্যবসায়ীরা। এবং দৃশ্যমান কোন উন্নয়ন হয় নাই। তিনি নির্বাচিত হবার পর নিরাপত্তার জন্য বাজারে সিসি টিভি ক্যামেরা স্থাপন করেছেন। বাজারের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষে এবং ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহদোয়সহ বিভিন্নজনের সাথে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করেন। এবং এবারই প্রথম এ বাজারের নির্বাচন হচ্ছে। সবাই উৎসাহ উদ্দিপনার মাধ্যমে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। আশা করছেন নির্বাচনের মাধ্যমে ভাল একটি কমিটি পাবে ব্যবসায়ীরা। সবার সহযোগিতায় একটি সুষ্ঠ নির্বাচন হবে বলে তিনি আশাবাদী। এ জন্য বাজারের ভোটার, প্রার্থী, সুশীল সমাজ সহ সবার সার্বিক সহযোগীতা কামানা করেন।
তিনি আরও বলেন, ইতিমধ্যে ১০টি পদের মধ্যে ৬টি পদে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন। এখন সভাপতি, সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদে ভোট গ্রহন হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়