শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানামুখী জ্ঞান বৃদ্ধির লক্ষে পাঠাগার উদ্বোধন
- Update Time : ১০:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১০৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ঐতিয্যবাহি শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানামুখী জ্ঞান বৃদ্ধির কার্যক্রম হাতে নেয়া হয়েছে। নতুন বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগ চলছে এই কার্যক্রম। যার অংশ হিসেবে ওই বিদ্যালয়ে নতুন করে পাঠাগার স্থাপন করা হয়েছে। যেখান থেকে বই সংগ্রহ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পুথিগত বিদ্যার বাইরে জ্ঞান অর্জন করতে পারবে। এই পাঠাগারে প্রাথমিক ভাবে বেশ কিছু শিশুতোষ বই প্রদান করেছেন, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন। স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক।
সে সময় বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা বই প্রদান করায় রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়