রাজবাড়ী সদরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ বালক ফুটবল টুর্ণামেন্টের চাম্পিয়ান দাদশী
- Update Time : ০৮:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৫৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট রাজবাড়ী সদর উপজেলার বালক (অনুর্ধ ১৭) এর দাদশী বনাম আলীপুর ইউনিয়নের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় ৫-০ গোলে আলীপুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চাম্পিয়ান হবার যোগ্যতা অর্জণ করেছে দাদশী ইউনিয়ন ফুটবল একাদশ।
রোববাব বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজন ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে খেলা উপভোগ করেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো, আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিয়াদত আলী টগর সহ অনেকে।
খেলা শেষে টূর্ণামেন্টের সেরা খেলোয়ার ও গোলদাতাকে পুরস্কৃত করা হয়।
এ সময় অতিথিরা রানার্সআপ ও চাম্পিয়ান ইউনিয়নের চেয়ারম্যানসহ খেলোয়ারদের হাতে ট্রপি তুলে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়