পাংশার কলিমহরে সার ব্যবসায়ী স্কুল শিক্ষক মুকুকে গুলি করে হত্যা
- Update Time : ১০:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ২৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় মিজানুর রহমান মুকু (৪৭) নামে একজন স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছে। মিজানুর রহমান মুকু জেলার পাংশা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার পাংশা উপজেলার কালিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
স্থানীয় গ্রাম পুলিশ সদস্য রাম প্রসাদ রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, শিক্ষক মিজানুর রহমান মুকু শিক্ষাকতার পাশাপাশি কালিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারের সারের দোকান পরিচালনা করে। ওই দোকানে রবিবার ছিলো হালখাতা। দিনভর হালখাতার কার্যক্রম শেষ করে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হন ওই শিক্ষক। দোকান থেকে আধা কিলো মিটার দুরে পৌছতেই দূর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কানের পাশে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দে তারা ঘটনাস্থলে এসে শিক্ষক মিজানুর রহমান মুকুকে মৃত অবস্থায় দেখতে পান। ওই সময়ই বিষয়টি তারা পাংশা থানা পুলিশকে অবহিত করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ কিলকিস বানু রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, ওই এলাকায় সন্ত্রাসীর আনাগোনা বেড়েছে। কিছু দিন পূর্বে গুলি করে একজন গৃহবধুর চোখ নষ্ট করে দেয়া হয়েছে। তিনি সেখানে পুলিশ ফাঁড়ি স্থাপনেরও দাবী জানান।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, কারা কি কারণে মিজানুর রহমান মুকুকে গুলি করে হত্যা করেছে তা খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়