রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বড় দিন উদযাপন

- Update Time : ০২:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ৩১৪ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে শুভেচ্ছা বিনিময় ও কেক কাঁটার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে রাজবাড়ী ব্যাপটিষ্ট চার্চে কেঁক কেটে আনুষ্ঠানিক ভাবে বড় দিনের উদ্বোধন করা হয়।
এতে চার্চের পালক জেমস হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ রেজাউল করিম, ডিআইওয়ান ওয়ান সাঈদুর রহমান, জেলা এনএসআইয়ের সহকারী পরিচালক গোলাম রব্বানী, চার্চের সম্পাদক রবিন দে প্রমূখ।
এ সময় বড় দিন উপলক্ষে জেলা প্রশাসক আবু কায়সার খান হরেক ধরনের চকলেট ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান চার্চের সদস্যদের কেঁক উপহার দেন।
এরআগে সকালে চার্চে প্রার্থনা সভা ও শুভেচ্ছা বিনিময় হয়।
চার্চের পালক জেমস হালদার বলেন, প্রশানের নিরাপত্তায় তারা খুশি। তাছাড়া সরকার তাদের ধর্মীয় উৎসব পালনে অন্যান্য ধর্মের মত সহযোগিতা করেছেন। জেলায় রাজবাড়ী ব্যাপটিষ্ট চার্চ সহ ৭টি গীর্জা রয়েছে। এবং জেলায় প্রায় ৩ শতাধিক খ্রিষ্টান ধর্মালম্বী রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়