গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দু’জন গ্রেপ্তার

- Update Time : ১০:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ৪২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে সোমবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে ২ যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার মাদার কাজীর ছেলে নুরু কাজী (২৫) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার মীরপুর পশ্চিম পাড়া চর কাটারী গ্রামের মো. সানোয়ার বেপারীর ছেলে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২২)।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত সোয়া ৩টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন মজিদ শেখের পাড়া কবরাস্থান সংলগ্ন ফাঁকা জায়গা থেকে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ওই ২জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নুরু কাজীর বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়