রাজবাড়ীর শ্রীপুর বাসটার্মিনাল এলাকায় ডিবি পুলিশ অভিযান, গ্রেপ্তার ৫
- Update Time : ১০:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সাকিনস্থ বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৫ জন জুয়ারুকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে।
জানাগেছে, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান-এর নেতৃত্বে, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই শরীফুল ইসলাম, এএসআই মোঃ শফিকুল ইসলাম, এএসআই মোঃ মফিজুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ শ্রীপুর সাকিনস্থ বাসটার্মিনালের ১নং গেট সংলগ্ন জনৈক উত্তম এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
সে সময় হোসনাবাদ গ্রামের মোঃ জলিল খানের ছেলে মোঃ মিলন খান(৪৬), রামচন্দ্রপুর গ্রামের মৃত জরু মোল্লার ছেলে মোঃ লোকমান মিস্ত্রী (৫০), ধুনচী গ্রামের মৃত আফছার মন্ডলের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৯), চর নারায়নপুর গ্রামের মোঃ সাদেক মন্ডলের ছেলে মোহাম্মদ আলী মন্ডল (৫১) এবং গোপীনাথদিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন মৃধা (৪৫) কে জুয়ার খেলার আসর হতে জুয়ার খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়। সেই সাথে নগদ টাকা ও জুয়া খেলার উপকরণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়