দৌলতদিয়ায় অবৈধ বালু ভর্তি ৭টি বাল্কহেড আটক

- Update Time : ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৩০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন ও অবৈধভাবে বালু পরিবহনের দায়ে রাজবাড়ীতে বালু ভর্তি ৭ টি ট্রলার (বাল্কহেড) আটক করেছে রাজবাড়ী নৌ পুলিশ।
শনিবার বেলা ১১ টার দিকে হাই কোর্টের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও জৌকুরা, ধাওয়াপাড়া, চড় জাজিরা থেকে উত্তোলন করা বালু নিয়ে ছেড়ে আসা বালু ভর্তি এ ট্রলার গুলো দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকায় আটক করা হয়। আটককৃত ট্রলার গুলো বৈধ কাগজ পত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন নৌ-পুলিশ সদস্যরা।
আটক কৃত বালু ভর্তি ট্রালার ও চালকেরা হলেন, এমভি রিসালাত বালুবাহী ট্রলারের চালক (সুকানী) হাফিজুর রহমান, এমভি সানজিদ টাচের চালক মো. শহীদুল ইসলাম, আল্লাহ ভরসা ট্রলার চালক চাদ মিয়া, সাথী এন্টার প্রাইজ মো. শাহাদাত হোসেন, নবীজির দোয়া মোঃ ফারুক হোসেন, ভাই ভাই এন্টার প্রাইজ মো. আনোয়ার হেসেন।
এমভি রিসাকাত ট্রলার চালক হাফিজুর রহমান বলেন, আমরা চরজাজিরা থেকে বালু ভর্তি করে নারায়নগঞ্জসহ বিভিন্ন স্থানে যাচ্ছি। দৌলতদিয়ায় আমাদের পুলিশ আটক করে কাগজ পত্র চেয়েছে তাই আমরা সবাই পুলিশ ফাঁড়িতে এসেছি। আমার কি কারণে আটক করেছে জানি না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়