গোয়ালন্দে এমএমএস’র উদ্যোগে বন্ধ হলো স্কুল ছাত্রীর বাল্য বিয়ে
- Update Time : ১০:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১১১ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারী সংগঠন এমএমএস’র উদ্যোগে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। গত মঙ্গলবার (১৬ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মোল্লার পাড়ায় এ ঘটনা ঘটে।ওই ছাত্রী দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থী।
অভিযোগ রয়েছে, বিয়ের পাকা কথা হয়ে যাওয়ায় তাকে কিছুদিন ধরে স্কুলেও আসতে দিচ্ছিল না অভিভাবকরা। স্হানীয় বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির (এমএমএস) প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান, মঙ্গলবার দুপুরে তাদের অফিসে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক এক সভা চলছিল। এ সময় ওই ছাত্রীর এক শুভাকাঙ্খী অফিসে এসে ওই ছাত্রীর বাল্য বিয়ে দেয়ার উদ্যোগের কথা আমাদেরকে জানায়। আমরা দ্রুত সভা শেষ করে বিকেল ৪ টার দিকে ছাত্রীর বাড়িতে পৌছাই।
এ সময় উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছাঃ সালমা বেগম,দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমসহ স্হানীয় কিছু মুরুব্বী উপস্হিত ছিলেন। আমরা সকলে ছাত্রীর অভিভাবকদেরকে বাল্য বিয়ের কুফল এবং এর আইনগত শাস্তির দিক সম্পর্কে অবগত করে তাদেরকে এ বিয়ে বন্ধের অনুরোধ জানাই। এতে তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং মেয়েকে বাল্য বিয়ে দেবে না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করে। স্কুল ছাত্রী আমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এবং সে পড়ালেখা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়