রাজবাড়ীতে শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন
- Update Time : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১৩৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“শুভ কাজে সবার পাশে”- এ শ্লোগানকে সামনে রেখে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। গত শুক্রবার বিকালে রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাস পাশ^বর্তী খান আইডয়াল একাডেমিতে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী শাখার সহ-সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে রাজবাড়ী জজ কোর্টের জিপি এ্যাডঃ আনোয়ার হোসেন, শুভসংঘের উপদেষ্টা ও জেলা শহরের অংকুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুল আলম চৌধুরী, শুভসংঘের সাধারণ সম্পাদক ও রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক ও অংকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মৌসুমী সাথীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে শতাধিক লেবু ও আম গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
শুভসংঘের সাধারণ সম্পাদক ও রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল বলেন, শুভসংঘের মাসিক মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। যার অংশ হিসেবে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। আগামীতেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়