রাজবাড়ীতে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ
- Update Time : ১০:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। রাজবাড়ী সদর হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ভর্তি হয়ছে ডেঙ্গু রোগী।
রাজবাড়ী সদর হাসপাতালে মঙ্গলবার সকালে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ৮ জন। এর মধ্যে একজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও এক রোগীকে ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি ৬ জন ভর্তি রয়েছে হাসাপাতালে। মঙ্গলবার পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগী রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ দুই জন ডেঙ্গতে আক্রান্ত হয়েছে ভর্তি রয়েছে। আর বালিয়াকান্দি হাসপাতালে ২ জন রোগী ভর্তি ছিল। তারা সুস্থ হয়ে বাসায় ফিরেছে।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অমল কুমার দাস বলেন, কয়েক দিন ধরে জ্বর ছিল। গত সোমবার হাসপাতালে আসার পর পরীক্ষায় ডেঙ্গু ধরা পরেছে। তিনি আরো বলেন, তার বাড়ি রাজবাড়ী সদরের লক্ষীকোল গ্রামে। কখনো ঢাকা যায়নি। কিভাবে আক্রান্ত হলাম বুঝতে পারিনি।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী আসতেছে। হাসপাতালে তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত কোন রোগী ক্রিটিক্যাল সিচুয়েশনে যায়নি। তবে সবাইকে ডেঙ্গু নিয়ে সচেতন থাকতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়