ঢাকাFriday , 12 August 2022

নারী যাত্রীকে গন্তব্যে না পৌছে দিয়ে যৌন হয়রানি করলো রিকশা ভ্যান চালক

Link Copied!

রাজবাড়ী বার্তা ডট কম : 

নারী যাত্রী (২০) কে তার গন্তব্যে পৌছে না দিয়ে যৌন হায়নারী করেছে আইয়ুব আলী মোল্লা (৪৫) নামের একজন রিকশা ভ্যান চালক।

ওই নারী অভিযোগে গত বুধবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইয়ুব রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি গ্রামের খিদির মোল্লার ছেলে।


ওই নারীর থানায় দাখিল করা অভিযোগপত্র থেকে জানাগেছে, গত ৪ আগষ্ট দুপুরে নিজবাড়ীর সামনে থেকে চন্দনী বাজারের উদ্দেশ্যে আইয়ুবের রিকশা ভ্যানে একক যাত্রী হিসেবে রওনা হয়। তবে চালক ভ্যানটি সোজা রাস্তায় না নিয়ে ভেতরের রাস্তা দিয়ে চলতে শুরু করে। এ প্রতিবাদ করলে চালক তার উপর ক্ষিপ্ত হয় এবং তাকে একটি শ্বশানের ফাঁকা মাঠের কাছে নিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থান হাত দেয়াসহ যৌন হয়রানী করে। ওই সময় তিনি চিৎকার করলে, চালক ভ্যাননিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি তার পরিবারের সদস্যদের অবহিত করেন এবং তাদের সহযোগিতা নিয়ে থানায় মামলা দায়ের করেন।

(Visited 747 times, 1 visits today)