রাজবাড়ীর পাঁচুরিয়ায় আগুনে পুড়ে ৫পরিবার বসত ঘর ছাই, মানবেতর জীবন-যাপন
- Update Time : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ২২৪ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আগুনে পুড়ে ৫ টি পরিবার সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পাচুরিয়ায় গরুর ঘরের মশার কয়েলের আগুনের সূত্রপাত।
আগুনে সৌদি প্রবাসী জাহাঙ্গীর মীর, আলমগীর মীর, মিন্টু মীর, রওশন মীর, সিরাজ মীরের একটি চৌচালা টিনের ঘর ৫ টি, ৪টি গরু, ৫টি ছাগল ও ১টি ব্যাটারী চালিত আটোভ্যান মহুর্তের মধ্যেই ভস্মিভুত হয়। খবর পেয়ে ঘটনাস্থল ফায়ার সার্ভিসের কর্মীরা ৭কিলোমিটার দুর থেকে আসতেই পুড়ে ছাই হয়ে যায়।
পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান রতন বলেন, শুক্রবার সকালে ঘটনাস্থানে গিয়ে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । প্রায় ৪০-৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি।
রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মোঃ আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তার আগেই সব পুড়ে যায়। আমরা তাদের অর্ধেক ক্ষতির হাত থেকে রক্ষা করেছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়