গোয়ালন্দে অগ্নিকান্ডে ১২ দোকান ভস্মিভূত
- Update Time : ০৯:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ১৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়োলন্দে শনিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সে সময় ১২টি দোকান ভস্মিভূত হয়।
সরজমিনে স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা জানান পাশে অবস্থিত ভিক্টর ফিডস লিমিটেডে আগুন লাগে এসময় ভিক্টর ফিডস এর তারের আগুন দোকানের উপর পরে। তবে গোয়ালন্দ ফায়ার সার্ভিস সুত্রে জানাযায় বিদ্যুতের মুল তারে আগুন লেগে একটি তার ছিড়ে দোকানের উপর পরে।
মুহুর্তের মধ্যে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়। উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে একটি ঔষধের দোকান, কয়েকটি স্টেশনারী, একটি টেইলার্স, একটি সেলুন ও একটি ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এতে দোকান গুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় সাড়ে বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অনেককে সর্বশান্ত হয়ে বিলাপ করতে দেখা যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে গোয়ালন্দ স্টেশনের দুটিইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ সারে বারো লক্ষ টাকা এবং প্রায় ত্রিশ লক্ষ টাকা মালামাল উদ্ধার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়