ঢাকাFriday , 21 October 2022

পাংশায় অস্ত্র-গুলিসহ ডাকাত সদস্য আরিফ গ্রেপ্তার

Link Copied!

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর পাংশা থেকে পুলিশ সদস্যরা একটি ওয়ান শুটারগান সহ আরিফ মিয়া (২৩) নামের এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আরিফ চরমপন্থী সন্ত্রাসী দলের একজন সক্রিয় সদস্য।

সে বিভিন্ন এলাকায় ডাকাতির সাথেও জড়িত বলে জানিয়েছে থানা পুলিশের সদস্যরা।


পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পাংশা থানা পুলিশের সদস্যরা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা দক্ষিনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় রুকু বিশ্বাসের মেহগনী বাগানের পাশ থেকে সন্ত্রাসী আরিফ মিয়া (২৩) কে গ্রেপ্তার করা হয়। ওই সময় অপর এক সন্ত্রাসী পালিয়ে যায়। সে সময় আরিফের কাছ থেকে একটি দেশিয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আরিফ স্থানীয় বহলাডাঙ্গা গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে।

এ ঘটনায় আরিফের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

(Visited 125 times, 1 visits today)