গোয়ালন্দ : গোয়ালঘরে আগুন লেগে দুটি গরুর মৃত্যু

- Update Time : ১০:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধা পাড়ায় গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরু মারা গেছে।
বুধবার (৩১ মে) রাত দুটোর দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধা পাড়ায় আব্দুল ছাত্তার মোল্লার (৫০) গোয়াল ঘরে এ ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়ে গেছেন হতদরিদ্র আবদুল ছাত্তার মোল্লা।
ক্ষতিগ্রস্ত ছাত্তার মোল্লা জানান, প্রতিদিন তিনি তার গোয়াল ঘরে গরু রেখে সামনের দরজায় তালা লাগিয়ে রাখেন । মঙ্গলবার সন্ধ্যায়ও তিনি গোয়াল ঘরে গরু রেখে ঘুমাতে যান। কিন্তু মাঝ রাতে গরুর গোঙানির শব্দে তার ঘুম ভেঙে যায়। অবুঝ প্রাণী গরুগুলোর আর্ত চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এবং মারা যায় ঘরের মধ্যে থাকা মূল্যবান দুটি বড় গরু।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কমন্ডার আব্দুর রহমান বলেন, আগুন লাগার সংবাদ শুনে তারা একটা টিম দ্রুত ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরমধ্যেই দুটি গরুসহ গোয়ালঘরটি পুড়ে যায়। চুলোর আগুন থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়