ট্রাক চাপায় রাজবাড়ীর চন্দনী ইউপি চেয়ারম্যানের ছেলে ও ভাতিজা নিহত
- Update Time : ০৭:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ট্রাক চাপায় দুই ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে রাজবাড়ী- জৌকুড়া ঘাট সড়কের সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়াল নগর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব শেখের ছেলে শাকিব শেখ (১১) ও চেয়ারম্যানের চাচাতো ভাই লোকমান শেখের ছেলে সিফাত শেখ (১৭)। সাকিব চন্দনী ইউনিয়নের চরপদ্মা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং সিফাত রাজবাড়ী সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
জানা যায়, দুপুরে সিফাত ও সাকিব মোটরসাইকেলে রাজবাড়ী শহরে আসছিল। সিফাত মোটর সাইকেল চালাচ্ছিল আর শাকিব পেছনে বসে ছিল। নতুন রাস্তা এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক দুজনকে চাপা দেয়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় দুই জনকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই দুই জনের মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনা স্থলে এসে আমরা ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়