রাজবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় পথচারীর মৃত্যু
- Update Time : ০৮:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় তাজুল ইসলাম তরু (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়ার বাসিন্ধা।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোয়ালন্দে মোড়ে রাস্তা পার হতে গেলে লোকাল একটি বাস তাকে চাপা দেয়।
স্থানীয় বাসিন্ধা সেলিম হোসেন বলেন, গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়া শশুরবাড়ীর নিকট বাড়ী করে তাজুল ইসলাম তরু বসবাস করেন। রাস্তা পার হতে গেলে একটি বাস তাকে চাপা দেয়। লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকাল ১০টায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, একটি লোকাল বাস তাকে চাপা দিয়ে চলে যায়। রাতে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। বাসটি আটকে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়