রাজবাড়ীতে পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয়

- Update Time : ১১:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) সকালে স্থানীয়রা মরদেহটি পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, চান্দু শেখের বাড়ির পুকুরটিতে সাধারণত বর্ষাকালে পাট জাগ দেওয়া হয়। দীর্ঘদিন পানি না থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা পানি জমে এবং পুকুরটি কচুরিপানায় ঢেকে যায়। সোমবার সকালে চান্দু শেখের বোন আলেয়া বেগম পেঁপে পারতে গিয়ে পুকুরের মাঝখানে একটি অচেনা বস্তু ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখতে পান, সেটি একটি মানুষের মরদেহ। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন।
চান্দু শেখ বলেন, আমি মাঠে কাজ করছিলাম, তখন বোন আমাকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল জানান, মরদেহটি অন্তত চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে, তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্ত ও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়