পদ্মা নদীর রাজবাড়ী অংশে ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি ২৪ সেন্টিমিটার

- Update Time : ০৯:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- / ৬৬ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রতিদিনই পদ্মায় পানি বাড়ছে। পানি বাড়তে থাকায় পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রন বেড়ি বাঁধের বাইরের নি¤œাঞ্চলে পানি বাড়তে শুরু করেছে। গত মাসের শেষ দিকে পানি কমতে থাকলেও চলতি মাসের শুরু থেকে পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর জেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ২৪ সে.মি পানি বেড়ে যা বিপদ সীমার ৭.৯৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়ায় ফের প্লাবিত হচ্ছে নি¤œাঞ্চলের ফসলী জমি। তলিয়ে যাচ্ছে বিভিন্ন ফসলী জমি। নি¤œাঞ্চলে বসবাসরত শত শত জনবসতি চার পাশে পানিতে প্লাবিত হয়ে গেছে। পানিবন্ধি হয়ে পরেছে এসব এলকার মানুষ।ইতমধ্যে এসব এলাকায় গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে। পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে নানা ধরনের ফসল, সবজি ও আবাদী ধান তলিয়ে চরম লোকসানে পরার আশঙ্কা করছেন কৃষকেরা।
তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এ মাসের শেষ পর্যন্ত পানি বাড়ার আশঙ্কা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়